ট্রাম্পের নতুন প্রশাসনে পম্পেও-হ্যালি নেই
- By Jamini Roy --
- 10 November, 2024
প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় অর্জন করার পরই যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রশাসন গঠনের প্রস্তুতি শুরু করেছেন। এরই মধ্যে সম্ভাব্য মন্ত্রিপরিষদ গঠনে বিভিন্ন নাম নিয়ে বিচার-বিশ্লেষণ চলছে। তবে, সম্প্রতি ট্রাম্প একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন, আর তা হলো তার প্রশাসনে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত।
শনিবার (৯ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম "ট্রুথ সোশ্যাল" এ একটি পোস্টে জানিয়েছেন, তিনি নিকি হ্যালি ও মাইক পম্পেওকে তার নতুন প্রশাসনে আমন্ত্রণ জানাবেন না। এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প সরাসরি জানান, তার দ্বিতীয় মেয়াদে ওই দুই নেতা স্থান পাচ্ছেন না। তিনি বলেন, "আমি তাদের সঙ্গে কাজ করার সময়টা খুবই উপভোগ করেছি এবং আমাদের দেশের জন্য তাদের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।"
নিকি হ্যালি, যিনি ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন, তার বিরুদ্ধে ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন সংগ্রামে ট্রাম্পকে চ্যালেঞ্জ করার পর, শেষ পর্যন্ত তিনি ট্রাম্পকে সমর্থন দেন। অন্যদিকে, মাইক পম্পেও, যিনি ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন, গত বছর পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মাঠে ছিলেন, কিন্তু পরে সরে আসেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিপরিষদ গঠনে এখনও অনেক নাম নিয়ে গুঞ্জন চলছে, তবে তিনি হ্যালি ও পম্পেওর নাম সরাসরি বাদ দিয়েছেন। বিশেষ করে, পম্পেওর রাশিয়া-ইউক্রেন সম্পর্কিত পরিকল্পনাকে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ার কারণে তার প্রতি ট্রাম্পের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।
এদিকে, আগামী বুধবার (১৩ নভেম্বর), যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেন ও ট্রাম্প স্থানীয় সময় সকাল ১১টায় ওভাল অফিসে সাক্ষাৎ করবেন। এটি হবে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে কাজ শুরু করার আগে তার প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষাৎ।
অন্যদিকে, ট্রাম্প ইতোমধ্যে তার প্রশাসনে একমাত্র ঘোষিত নিয়োগের পদ চিফ অব স্টাফ হিসেবে তার নির্বাচনী প্রচার দলের ব্যবস্থাপক সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন। ওয়াইলস হোয়াইট হাউসের প্রথম চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন।